কিশোরগঞ্জের কটিয়াদীতে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ১২০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামষাইট গ্রামে জামষাইট যুব স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকার সমাজসেবকদের পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) মোটর সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
বাংলাদেশ অটিজম স্পেশাল এডুকেটর জসিম উদ্দিন, কটিয়াদীর রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালাক মো. সাদেক, আওয়ামী লীগ নেতা মো. সাইদুজ্জামান, হাজী মো. বাচ্চু মিয়া, মো. এনামুল হক, মো. মজিবুর রহমান, জামষাইট যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, হাফেজ মো. শাহাদাত, নাদিম, অহিদ, সফিক, জুয়েল, সোহেল সোহাগ, লিয়ন সহ আরো অনেকে সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল ও দুধ।
বাংলাদেশ অটিজম স্পেশাল এডুকেটর জসিম উদ্দিন জানান, গরীব ও অসহায় মানুষের পাশে তারা সব সময় রয়েছেন। তাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।