কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কিশোরগঞ্জের কৃতী সন্তান মসয়ূদ মান্নান

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২০ মে ২০২০, বুধবার, ৭:৩৪ | বিশেষ সংবাদ 


তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কিশোরগঞ্জের ‍কৃতী সন্তান কূটনীতিক মসয়ূদ মান্নান কে নিয়োগ দিয়েছে সরকার। সর্বশেষ তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মসয়ূদ মান্নান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক বশিরা মান্নানের বড় ছেলে।

গত ২০ এপ্রিল মসয়ূদ মান্নান অবসরোত্তর ছুটিতে গেছেন। সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চুক্তিতে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গর্বিত সন্তান মসয়ূদ মান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

মসয়ূদ মান্নান একজন পেশাদার কূটনীতিক। তিনি তার বণার্ঢ্য কূটনৈতিক জীবনে বাংলাদেশ মিশন লন্ডন, বেইজিং, মাস্কাট ও নিউইয়র্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি মরক্কো ও জার্মানিতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর