কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বেসরকারি স্বাস্থ্যকর্মী কিশোরীর করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ১৮ মে ২০২০, সোমবার, ১১:৫৪ | তাড়াইল  


কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে একজন মৃত ব্যক্তিসহ মোট সাতজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা থেকে পাঠানো ৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সোমবার (১৮ মে) দুপুরে পাওয়া যায়। এতে এই সাতজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া সাতজনের মধ্যে একজন তাড়াইল উপজেলার। তিনি একজন কিশোরী।

তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকুরী করেন। তার বাড়ি তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল ভূঁইয়াপাড়ায়।

তাড়াইল উপজেলায় এর আগে মোট ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা এখন ৩০ জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর