কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার বাড়ি কিশোরগঞ্জে নয়

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২০, সোমবার, ১:৩৪ | বিশেষ সংবাদ 


বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কিশোরগঞ্জের সন্তান নন। তাঁর পৈত্রিক ভিটাও কিশোরগঞ্জে নয়।

গত দু’দিন যাবত ফেসবুক ছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টালে এ সংক্রান্ত তথ্যের প্রেক্ষিতে কিশোরগঞ্জ নিউজ এর অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, নামের মিলে এই ভুল তথ্যটি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার পৈত্রিক ভিটা বলা হয়েছে কিশোগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ হাজী বাড়ি।

বস্তুত মহিনন্দ হাজী বাড়ির সন্তান ফ্লোরার পুরো নাম শাহান আরা বেগম ফ্লোরা। তিনি ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান।

সোমবার (১৮ মে) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহান আরা বেগম ফ্লোরা’র সাথে মুঠোফোনে কথা হয় কিশোরগঞ্জ নিউজ এর।

তিনি জানান, তাঁর পৈত্রিক বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামে। তাঁর পিতা প্রয়াত আবদুল খালেক।

তাঁরা পাঁচ বোন। তাদের মধ্যে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ এ ফার্মাকোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শামীন আরা বেগম একমাত্র চিকিৎসাসেবার সাথে জড়িত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর