কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে ২০০ পরিবারের মাঝে আশ্রব শেখ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৫ মে ২০২০, শুক্রবার, ৭:৫৬ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী সিংগারপাড় গ্রামের সম্পুর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন হাজ়ী আশ্রব শেখ ফাউন্ডেশন ২০০ হতদরিদ্র পরিবারের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (১৫ মে) সকালে মরহুম হাজী আশ্রব আলীর সিংগারপাড় গ্রামের নিজ বাড়িতে তিন গ্রাম নানশ্রী, জালালপুর ও শহরমূলের ২০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুড়ি, ১ কেজি খেজুড় ও ১ কেজি ছোলা বুট।

ইফতার সামগ্রী বিতরণের সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ফাউন্ডেশনের সভাপতি মো. বিলাল হোসাইন, মো. বকুল মিয়া, হাজ়ী আবুবাক্কার, গুনধর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে অরাজনৈতিক  এ সংগঠনটি  বিভিন্ন দুর্যোগের সময়  গ্রামের মানুষের পাশে আর্তমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর