কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় লাল মিয়া (৫০) ও মো. ইন্নস আলী ওরফে ইউসুফ (৫৫) নামে দুইজন নিহত হয়েছেন। এছাড়া নিহত লাল মিয়ার সাথে থাকা তার গরুটিরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের উঠা বিলে ও চান্দপুর ইউনিয়নের মীরেরপাড়ার মাঠে বজ্রপাতে একটি গরু ও দুইজন নিহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লাল মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের মৃত হাবিজ মিয়ার ছেলে ও মো. ইন্নস আলী ওরফে ইউসুফ চান্দপুর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের মিশ্রু মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উঠা বিলে গরু আনতে যান লাল মিয়া। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গরুসহ লাল মিয়ার মৃত্যু হয়।
অন্যদিকে, চান্দপুর ইউনিয়নের মীরেরপাড়ার মো. ইন্নস আলী ওরফে ইউসুফ বিকাল সাড়ে ৪টার দিকে জমি থেকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মো. ইন্নস আলী ওরফে ইউসুফের মৃত্যু হয়।