কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১২ মে ২০২০, মঙ্গলবার, ১০:১৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ৭ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আদেশ অমান্য করণে দণ্ডবিধির ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৬টি মামলায় মোট ৭ হাজার একশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এই ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর