কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

 বিজয় কর রতন, মিঠামইন | ১০ মে ২০২০, রবিবার, ৮:১৬ | মিঠামইন 


দৈনিক দুর্জয় বাংলা’র মিঠামইন উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) মিঠামইন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী সাংবাদিক মোক্তার হোসেন গোলাপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোক্তার হোসেন গোলাপ গত ২২ মার্চ মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলার আসামি।

উল্লেখ্য, গত ১৩ ই মার্চ উপজেলার ঘাগড়া ইউনিয়নের শেখের হাটি গ্রামের ইটালী প্রবাসী ইকবাল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে একটি ভিডিও আপলোড করলে তা ভাইরাল হয়।

বিষয়টি তাৎক্ষণিক পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নজরে আসলে বিষয়টির তদন্ত শুরু হয়। তদন্তে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়।

ভিডিওর অভিযোগ মিথ্যা ও পুলিশকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে মর্মে তদন্তে প্রমাণিত হওয়ার পর গত ২২ মার্চ মিঠামইন থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা (নং-৭) দায়ের করেন।

মামলা দায়েরের দিনই মামলার আসামি হিসেবে ইটালী প্রবাসী ইকবাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর