কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে প্রশাসনের কাছে আশা’র দুইশ’ ব্যাগ ত্রাণ হস্তান্তর

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ১০ মে ২০২০, রবিবার, ৭:২৩ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের কাছে করোনাকালে বিপর্যস্ত পরিবারকে খাদ্য সহায়তার জন্য দুইশ ব্যাগ খাদ্য সামগ্রী হস্থান্তর করেছে বেসরকারি সংস্থা (এনজিও) আশা।

রোববার (১০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন।

এ সময় আশার জেলা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, নিকলী সদর শাখা ব্যবস্থাপক সাজ্জাত হোসেন, দামপাড়া শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ও সদরের সহ-ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্থাটির কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. আতাউর রহমান জানান, প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেল রয়েছে।

সারা দেশের ন্যায় নিকলীতেও প্রতিষ্ঠানটি এ খাদ্য সহায়তা দিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর