কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সুবিধাবঞ্চিত ৪৩ পরিবারের পাশে দর্পণ সাংস্কৃতিক সংঘ

 স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২০, শনিবার, ১১:৩৬ | সংগঠন সংবাদ 


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে ও পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত ৪৩ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দর্পণ সাংস্কৃতিক সংঘ।

শুক্রবার (৮ মে ) বিকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া আমতলী বাজারে সংগঠনের কার্যালয় সংলগ্ন নবারুন কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অসহায় ও হতদরিদ্র এসব মানুষের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবউদ্দিন, সংগঠনের সভাপতি শাহাজহান ভূইঁয়া খোকন, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান মনাক, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ তাকি, সাবেক সভাপতি জিয়াউল হক বাতেন, সহসভাপতি সুজন কুমার ভট্টাচার্য্য, সহসাধারণ সম্পাদক সুমন খান, সাবেক সহসভাপতি প্রভাষক একরাম হোসেন মানিক, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান খায়রুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কবি গোলাপ আমিন, সিনিয়র সদস্য রেজাউল হাসান পলাশ, ডা: সেলিম, শফিকুল ইসলাম শফিক, মো: লোকমান হোসেন, হাফিজুর রহমান, মনজিল মিয়া প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ ও এক লিটার তেল দেওয়া হয়।

সংগঠনের সভাপতি শাহাজহান ভূইঁয়া খোকন জানান, করোনার কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া লোকজন। তাই সংগঠনের এই উদ্যোগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর