কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মীর করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ৪ মে ২০২০, সোমবার, ৮:০৭ | তাড়াইল  


কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে চারজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে রোববার (৩ মে) পর্যন্ত এই চারদিনে জেলা থেকে পাঠানো মোট ৩৯৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সোমবার (৪ মে) সন্ধ্যায় পাওয়া যায়।

এতে এই চারজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া চারজনের মধ্যে দুইজন তাড়াইল উপজেলার। তারা দুইজনই পুরুষ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করোনা শনাক্ত হওয়া দুইজনই তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী। তাদের একজনের বাড়ি গাজীপুর জেলায় এবং আরেকজনের বাড়ি নেত্রকোণা জেলায়।

তাড়াইল উপজেলায় এর আগে মোট ২৬ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছিল। সোমবার (৪ মে) নতুন করে আরো দুইজনের পজেটিভ আসায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর