কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বাজার মনিটরিং ও করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১ মে ২০২০, শুক্রবার, ১:২১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে ১২ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান উপজেলার হোসেনপুর বাজার ও হাজীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই টাকা জরিমানা করেন।

তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার হোসেনপুর বাজার ও হাজীপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক দুরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আদেশ অমান্য করণে দণ্ডিবিধির ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১২ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ কাজে সহযোগিতা করে হোসেনপুর থানা পুলিশ।

রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর