কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অনাহারীর ঘরে খাবার পৌঁছে দিচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস

 স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রিল ২০২০, শনিবার, ৩:০৬ | কিশোরগঞ্জ সদর 


দেশের এই ক্রান্তিলগ্নে সবাই যখন আতঙ্কগ্রস্ত করোনা ভাইরাসের প্রভাবে ঠিক তখনই কিশোরগঞ্জের অনেক সংগঠন জনসাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য কর্মতৎপরতার মাধ্যমে বিশেষভাবে ভাবে অবদান রেখেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামের সংগঠনটি।

কিশোরগঞ্জে অসহায় ভিক্ষুক, ভাসমান, রিক্সাওয়ালা ও ছিন্নমূল মানুষদের মধ্যে দুপুর ও রাতে খাবার বিতরণ করেছে মানবিক এই সংগঠনটি।

সংগঠনটির সদস্যরা অনাহারীর ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। তারা কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান যেমন শহীদী মসজিদ, পাগলা মসজিদ, গাইটাল, ফার্মের মোড়, আলোরমেলা, হারুয়া, নগুয়া, নিউটাউন ইত্যাদি স্থানে সাইকেল, মোটর সাইকেল ও রিক্সাযোগে খাবার বিতরণ করেছেন।

বিভিন্ন মানবিক ব্যক্তিদের সহযোগিতায় সংগঠনটি ২৮ দিন ধরে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ নাঈম জানান, সকলের সহযোগিতা আর ভালোবাসায় তারা এতদূর আসতে পেরেছেন।

তবে সংগঠনটি রমজান মাস আসায় দুপুরে খাবার স্থগিত রেখেছে। রমজানে তাদের প্রস্তুতি রয়েছে। রমজানের মধ্যে বিভিন্ন দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী পাঠানো শুরু করেছে।

সংগঠনটির সদস্যরা সকলের কাছে দোয়া এবং ভলবাসা চান সংগঠনটির সমন্বয়ক।

সংগঠনটির এমন নজিরবিহীন কর্মকাণ্ড কিশোরগঞ্জে ব্যাপক প্রশংসিত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর