কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে কর্মহীন চালকদের মাঝে আওয়ামী লীগ সভাপতি’র খাদ্য সামগ্রী বিতরণ

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ৪:৩২ | তাড়াইল  


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। এতে বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষজন।

এ রকম পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যাটারীচালিত অটোরিক্সা চালক ও ভ্যান চালকদের মাঝে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তাড়াইল-কেন্দুয়া সড়কের ধলা ইউনিয়নের সেকান্দরনগর-জাওয়ার মোড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ২০০ জন চালকের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল এবং আলু।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহার ‘কিশোরগঞ্জ নিউজ’কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। তবে, মানুষের সেবায় আমরা বাইরে থাকব। করোনা সংকটের কারণে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। যখন যাঁর প্রয়োজন পড়বে, আমাদের জানালে আমরা তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করব- ইনশাল্লাহ।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, ধলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল, কৃষক লীগ নেতা বুলবুল আহমেদ ভূঞা প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর