কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে দুইশ’ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন বাচ্চু

 স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২০, রবিবার, ১১:২৬ | রাজনীতি 


কিশোরগঞ্জের করিমগঞ্জে মানবিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন না করে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সাথে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নেতৃবৃন্দ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ কৃষক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করিমগঞ্জ উপজেলার দুইশ’ নিম্নআয়ের ও হতদরিদ্র মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) উপজেলার নিয়ামতপুর ও সুতারপাড়া ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, আলু, লবণ ও কয়েক রকম সব্জি।

উপজেলার চামড়াবন্দরে বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বাংলাদেশ কৃষক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করব।

উদ্বোধন শেষে কৃষক লীগের স্বেচ্ছাসেবকগণ করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও সুতারপাড়া এই দুই ইউনিয়নের দুইশ’ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর