কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনার ভয়াল থাবা, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪, মোট ৭৬

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ৭:৫৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত জেলায় ১১ চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মোট শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া। গত ৬ এপ্রিল মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত।

মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়। মাত্র ৯ দিনের ব্যবধানে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন মহিলা। বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ৫ জন রয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত উপজেলাওয়ারী হিসেবে ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১০ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় দুইজন, মিঠামইন উপজেলার তিনজন, নিকলী উপজেলায় একজন, অষ্টগ্রাম উপজেলায় একজন এবং হোসেনপুর উপজেলার একজন করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) নতুন সনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, মিঠামইন উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৯৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডা. মো. মুজিবুর রহমান জানান, শনিবার (১৮ এপ্রিল) নতুন করে ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর