কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের ইন্তেকাল করেছেন

 মো. জাকির হোসেন | ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ৫:১২ | রকমারি 


কিশোরগঞ্জ সদর উপজেলার বর্তমান ও হোসেনপুর উপজেলার সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের (৪২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মোহাম্মদ জাবের ময়মনসিংহ গোল পুকুর পাড়ের বাসিন্দা ছিলেন।

জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ জ¦র, সর্দি, কাশি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। যে জন্য করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. মোহাম্মদ জাবের বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে পশু পালন অনুষদ বিভাগ থেকে পাশ করে ২৪তম বিসিএস এ ভেটেনারি সার্জন হিসেবে চাকুরিতে যোগদান করেন।

একজন সৎ, কর্মঠ, নিষ্ঠাবান ও বিনয়ী কর্মকর্তার অকাল মৃত্যুতে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন, হোসেনপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর