কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে গরিবের ২২ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১০:৩০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২২ বস্তা চালসহ আশরাফ উদ্দিন (২৫) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে আটক করা হয়।

চালসহ আটক হওয়া ব্যবসায়ী আশরাফ উদ্দিন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কন্ডবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ধারণা করা হচ্ছে কালোবাজারে চাল বিক্রির উদ্দেশ্যে সে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার এক ডিলারের কাছ থেকে চালগুলো স্থানীয় জনতা বাজারে নিয়ে আসে।

পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ২২ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ। এ সময় ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে চালগুলো কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর