কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছেন সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু

 স্টাফ রিপোর্টার | ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১:৪৪ | কিশোরগঞ্জ সদর 


করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কিশোরগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু।

এর অংশ হিসেবে তিনি মসজিদের ইমাম/মুয়াজজিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু কিশোরগঞ্জ পৌরসভার ও সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে গিয়ে মসজিদের ইমাম/মুয়াজজিন ও মন্দিরের পুরোহিতদের হাতে হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রীর ব্যাগের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সাবান, আলু ও লবণ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু জানান, বুধবার (৮ এপ্রিল) কিশোরগঞ্জ পৌর এলাকার ও সদর উপজেলার মোট ১৯টি মসজিদের ইমাম/মুয়াজজিন ও ২০টি মন্দিরের পুরোহিতের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর