কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৮ এপ্রিল ২০২০, বুধবার, ৪:৪৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকটে মানবিক সহায়তা হিসেবে তিনশত হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে ধূলজুরী আনন্দ সোসাইটি ক্লাব।

চাল, ডাল, আটা, আলুসহ এসব খাদ্য সামগ্রী প্রত্যেক পরিবারের বাড়িতে পৌঁছে দেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, মো. আব্দুস সালাম, ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ, সমাজসেবক মোসলেহ উদ্দিন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, আওয়ামী লীগ নেতা আহমুদুল হাকিম জাহিদ, ধূলজুরী আনন্দ সোসাইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক তাপস দেবনাথ, মাওলানা আব্দুল ওয়াদুদ মকসুদ, সাবেক ইউপি সদস্য সৈয়দ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মিয়া, আবুল হোসেন, লিটন মিয়া, ধূলজুরী আনন্দ সোসাইটি ক্লাবের সভাপতি দিলশাদ মোহাম্মদ আকাশ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর