কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কামারের দোকান বন্ধ, দাওয়া-মাড়াই উপকরণ শঙ্কায় হাওরের কৃষক

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১:৫৫ | নিকলী  


হাওর জুড়ে পাকতে শুরু করেছে বোরো ধান। করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধ দোকানপাট। বন্ধ কামারশালা। তাই দাওয়া-মাড়াই উপকরণ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন কৃষক-শ্রমিক। স্বপ্নের ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় দিন কাটছে হাওরাঞ্চলের কৃষকের।

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীকৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২১ হাজার ৪শ’ হেক্টর এলাকার উপজেলাটিতে মোট ফসলী জমি ১৯ হাজার ৯৮০ হেক্টর।

প্রধান ফসল বোরো আবাদ হয় ১৫হাজার ২শ’ হেক্টরে। মাত্র ২৯ হাজার ২৮৭ মেট্রিক টন খাদ্য চাহিদার এ উপজেলা উৎপাদন করে ৬৬ হাজার ৫৪৭ মেট্রিক টন। যা চাহিদার চেয়ে দ্বিগুণেরও বেশি।

আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতায় চাষাবাদ থেকে শুরু করে দাওয়া-মাড়াই পর্যন্ত হাওরাঞ্চলের কৃষক শ্রমিকগণ মধ্যযুগীয় যন্ত্রপাতি নির্ভর। কাস্তের মতো সাধারণ কিন্তু অতীব প্রয়োজনীয় এসব সামগ্রীর প্রধান উৎস কামারশালা। মেরামত বা কাজের উপযোগী করতেও একমাত্র সমাধান কামারশালা।

কৃষি শ্রমিক নিকলী সদরের নয়াহাটি গ্রামের মরু মিয়া জানান, জমি কাটায় যাইবো ক্যামনে, কাঁচি (কাস্তে) তো পাইতাছি না। কামারের দোকান বন্ধ। হাট বাজারও বন্ধ। ঘরে যেইটা আছে হেইডারেও মেরামত করার ব্যবস্থা নাই।

পুকুরপাড়ের মাড়াই কল মালিক কাদির মিয়া বলেন, এক বছর যাবৎ মাড়াইকলডা পরা। দাঁতমাত ভোঁতা অইয়া রইছে। কিছু কামকাজ না করাইলে কল লইয়া মাঠে গেলে কি অইবো। কামার আর ওয়ার্কসপ বন্ধ। ঠিক করানির লাইগ্যা দৌড়তাছি।

নিকলী সদরের নতুন বাজার এলাকার মিন্টু কর্মকার এ প্রতিনিধিকে বলেন, যারা দোকান খুলে তারারেই জরিমানা করে। গরীব মানুষ আমরা। দিন আনি দিন খাই। দোকান বন্ধ। গিরস্তে তো বাড়িত গিয়া ত্যাক্ত করে।

যে অবস্থা চলতাছে ভাই, ঘরে খাওন অই নাই। জরিমানা দিবাম ক্যামনে। সরকারতো আমরার ভালার লাইগ্যাই করতাছে। ইহানো কারে কি কইয়াম। নিজেরার ভাগ্যরেই দোষি।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাতের সাথে কথা হলে তিনি বলেন, জরুরি কোন কিছু বন্ধ নয়। তবে কৃষি উপকরণ সামগ্রীর দোকান খোলা যাবে কি না তা ইউএনও মহোদয়ের সাথে কথা বলে জানাবো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর