কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে ঢাকা থেকে আসা ব্যবসায়ীর মৃত্যু, নমুনা সংগ্রহ

 স্টাফ রিপোর্টার | ৬ এপ্রিল ২০২০, সোমবার, ৮:৪১ | বিশেষ সংবাদ 


ঢাকা থেকে এক সপ্তাহ আগে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসা এক ব্যবসায়ী (৪৫) সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে মারা গেছেন। তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফিরেন।

তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা শুরু হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এ ব্যাপারে পুলিশ ও স্বাস্থ্য বিভাগকেও অবহিত করা হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে যান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সুগার কমে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এলাকাবাসীর মাঝে এ নিয়ে নানা কথাবার্তা থাকায় নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ওই ব্যক্তি জ্বর নিয়ে মারা গেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। নমুনা সংগ্রহের পর বাদ আসর নামাজে জানাজা শেষে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর