কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ট্রাক-নৌকায় করে বাড়ি বাড়ি খাবার পাঠাচ্ছেন এমপি তৌফিক

 স্টাফ রিপোর্টার | ৬ এপ্রিল ২০২০, সোমবার, ৪:০১ | হাওর 


কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকসহ দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মিঠামইনের কামালপুর গ্রামে এমপি তৌফিকের নিজ বাড়ি থেকে সোমবার (৬ এপ্রিল) সকালে এসব খাদ্য সামগ্রী পাঠানো শুরু করা হয়।

এমপি তৌফিক নিজে উপস্থিত থেকে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন এই তিন উপজেলার ২৪টি ইউনিয়নের কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এসব খাদ্য সামগ্রী নৌকা ও ট্রাকযোগে পাঠান।

কিশোরগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, আপাতত তিন উপজেলার ২৪টি ইউনিয়নে ৩০০ বস্তা চাল, ১৪ বস্তা আলু, ১২ বস্তা ডাল ও ৩০০ লিটার সয়াবিন তেল পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমার এলাকার কৃষকসহ দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা যেন অনাহারে না থাকে, সেজন্য খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর