কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় টিসিবি’র তেল দোকানে, ব্যবসায়ীর জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ এপ্রিল ২০২০, রবিবার, ১:২৫ | পাকুন্দিয়া  


টিসিবির পাঁচ লিটার সয়াবিন তেল ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শাহজাহান নামের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর সদর বাজারের কলেজ রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ জরিমানা করেন।

উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম জানান, পৌরসদর বাজারের কলেজ রোডে অবস্থিত তৃষা স্টোরে অভিযান চালিয়ে পাঁচ লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়।

টিসিবি’র পণ্য বিক্রির উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ সম্পূর্ণ অবৈধ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শাহজাহানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩(১) ধারা দন্ডবিধিতে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর