কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘ইউএনও’

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৪ এপ্রিল ২০২০, শনিবার, ১:২৭ | পাকুন্দিয়া  


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান।

সরকারি বরাদ্দ থেকে দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পৌরসদরসহ সৈয়দগাঁও, মির্জাপুর, এগারসিন্দুর গুচ্ছগ্রাম ও মঠখোলা এলাকার দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় নিম্ন আয়ের মানুষ যেমন- ধোপা, নাপিত, রিকসা চালক, ভিক্ষুক, অনগ্রসর রবিদাস সম্প্রদায়, গুচ্ছ গ্রামসহ উপজেলার সাত শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করতে আগ্রহীদের উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ করতে অনুরোধ জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর