কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রাম পুলিশের কাজে বাধা দেয়ায় ঔষধ বিক্রেতার জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৮:৩৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের কাজে বাধাদানের অপরাধে রুবেল নামের এক ঔষধ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।

রুবেল মিয়া উপজেলার বাহাদিয়া বাজারের ঔষধ বিক্রেতা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে উপজেলার সকল রোডে সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।

প্রশাসনের নির্দেশনানুযায়ী উপজেলার বাহাদিয়া বাজার এলাকায় দায়িত্বপালন করছিলেন কয়েকজন গ্রাম পুলিশ সদস্য। তারা সিএনজি অটোরিকশা চলাচল না করতে চালকদের নিষেধ করে দায়িত্ব পালন করছিলেন।

এসময় ওই বাজারের ঔষধ বিক্রেতা রুবেল মিয়া এসে গ্রাম পুলিশদের কর্তব্য কাজে বাধা প্রদান করেন।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি কাজে বাধা দানের অপরাধে রুবেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর