কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভিক্ষুকদের খাদ্য সামগ্রী দিয়ে রিকশায় পৌঁছে দেয়া হলো বাড়িতে

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৪:২১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) জুমআ নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, জুমআ নামাজের পর অর্ধশত ভিক্ষুক উপজেলা পরিষদ জামে মসজিদের গেইটে ভিক্ষার জন্য জড়ো হয়। বিষয়টি নজরে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের।

পরে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিমকে উপস্থিত সকল ভিক্ষুকদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে প্রত্যেক ভিক্ষুককে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে ডাল দেওয়া হয়।

এসময় রিকশা ভাড়া করে তাদের বাড়িতেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, জুমআ নামাজের পর মসজিদ গেইটে ভিক্ষুকদের উপস্থিতি দেখতে পাই। পরে তাদের খোঁজখবর নিয়ে খাদ্য সহায়তা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর