কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে হিজড়াদের খাদ্য সহায়তা দিলেন ওসি

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১:২০ | তাড়াইল  


তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় হিজড়াদের (তৃতীয় লিঙ্গের মানুষ) মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে তাড়াইল থানা প্রাঙ্গণে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় ওসি মো. মুজিবুর রহমান সরকারের নিয়ম মেনে গণ-জমায়েত না করে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য সকলকেই অনুরোধ জানিয়েছেন।

নভেল করোনা ভাইরাস প্রতিরোধে করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তিনি স্থানীয় ৫ জন হিজড়ার প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, একটি সাবান এবং দুইটি মাস্ক প্রদান করেন।

ওসি মো. মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

সমাজের বিত্তবান মানুষকেও তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর