কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের ২০ পরিবারের তিন দিনের খাবারের দায়িত্ব নিলেন কলেজ ছাত্র

 স্টাফ রিপোর্টার | ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৫২ | কিশোরগঞ্জ সদর 


করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রশিদাবাদ মধ্যপল্লি গ্রামের ২০ পরিবারের তিন দিনের খাবারের দায়িত্ব নিয়েছেন ইয়াসিন আরাফাত অপূর্ব নামে এক কলেজ ছাত্র।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল ও আলু তুলে দেন।

ইয়াসিন আরাফাত অপূর্ব কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ইয়াসিন আরাফাত অপূর্ব এলাকার মানুষের দুঃসময়ে বিবেকের তাগিদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

ইয়াসিন আরাফাত অপূর্ব বলেন, মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর