কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে কর্মহীন দরিদ্র মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে ছুটছেন ইউএনও

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:২৩ | কটিয়াদী 


করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে চলেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকতারুন নেছা। দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সংকটের হাত থেকে রক্ষার জন্য সরকার খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোছা. আকতারুন নেছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সকল খাদ্যসামগ্রী দরিদ্রদের মাঝে পৌঁছে দিতে প্রতিদিনই ছুটে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার করগাঁও হাইস্কুল মাঠে করগাঁও ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলুসহ মোট ১৭ কেজি করে খাদ্য সামগ্রী তিনি বিতরণ করেন।

ইতোমধ্যে বনগ্রাম, সহশ্রাম ধূলদিয়া, লোহাজুরী, মসূয়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

অন্যান্য ইউনিয়নেও ধারাবাহিকভাবে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে ইউএনও জানান।

এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন চা স্টল ও অড্ডার স্থলে অভিযান চালিয়ে ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি সতর্ক করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা বলেন, করোনা পরিস্থিতিতে যেনো কাউকেই না খেয়ে থাকতে না হয়, সে লক্ষ্যে জরুরী খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তা যথাযথভাবে বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছি।

করোনা মোকাবেলায় তিনি সকলকে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চালার আহবান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর