কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় রাস্তাঘাট, হাটবাজারে বাড়ছে লোকজনের আনাগোনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৩:০৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি নির্দেশনা মানছেন না সাধারণ লোকজন। দিন দিন রাস্তাঘাট, হাটবাজারসহ বিভিন্ন স্থানে লোকজনের আনাগোনা বাড়ছে।

প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে বিশেষ প্রয়োজন ব্যতিত ঘর থেকে না বেরোনোর কথা বললেও তা তোয়াক্কা করছেন না অনেকেই।

পাকুন্দিয়া পৌরসদর বাজারসহ উপজেলার সবকটি বাজার ও রাস্তাঘাটে একই চিত্র। এছাড়া অনেককেই দলবেঁধে ঘোরাফেরা করতেও দেখা গেছে।

এলাকার সচেতন নাগরিকরা জানান, প্রশাসন নিয়মিত টহল দিয়ে নিষেধ করলেও তা মানছেন না সাধারণ লোকজন।পুলিশ কিংবা প্রশাসনের লোকজন চলে গেলে আবার আগের মতই হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও ওষুধের দোকান খোলা থাকাটা স্বাভাবিক। কিন্তু পৌরসদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকানগুলো অভিনব পদ্ধতিতে খোলা রাখা হয়েছে। এসব দোকানগুলোতে লোকজন একসাথে জড়ো হয়ে দেদারছে চা খাচ্ছেন আর আড্ডা দিচ্ছেন।

এছাড়া রাস্তাঘাটেও একই দশা। লোকজন দেদারছে চলাফেরা করছেন।

বিষয়টি একটু কঠিনভাবে দেখতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

তাদের আশংকা, এখনই যদি এসব নিয়ন্ত্রণ করা না যায় তবে পরিস্থিতি ভয়াবহ হবে। পরে হয়তো কিছু করার থাকবে না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর