কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে আগুনে বসতঘর ভস্মীভূত

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১ এপ্রিল ২০২০, বুধবার, ৩:২৮ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে অগ্নিকাণ্ডে আব্দুর রাশিদ মিয়া নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর গ্রামে ঘটনাটি ঘটেছে।

এতে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ আব্দুর রাশিদ মিয়া দাবি করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইন শাটডাউন না করেই স্থানীয় বিদ্যুৎকর্মী আলমগীর স্থানীয় স্বপন মিয়ার ঘরের সার্ভিসিং লাইনের কাজ করছিলেন।

লাইনটি আব্দুর রাশিদ মিয়ার বসতঘরের উপর দিয়ে টানানো থাকায় তারের সংযোগে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

তাৎক্ষণিকভাবে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও কটিয়াদী ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।

কটিয়াদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল আমিন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখি। ইতোমধ্যে একটি আধাপাকা ঘর ও আসবাবপত্র পুড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

তবে গৃহকর্তা আব্দুর রাশিদ মিয়ার দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম নাইমুল হাসান বলেন, ঘরে বিদ্যুতের ওয়ারিং এর কাজ যে কেউ করতে পারে। তবে মেইন লাইন থেকে যদি দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর