কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মানবিক খাদ্য সহায়তা নিয়ে দুস্থ ও অসহায়দের পাশে ‘ডিজিল্যাব’

 স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২০, বুধবার, ৩:০৯ | কিশোরগঞ্জ সদর 


করোনা ভাইরাস প্রতিরোধে মানবিক কার্যক্রমের মাধ্যমে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল ‘ডিজিল্যাব’।

এর অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) বিভিন্ন এলাকার গরীব, দুস্থ ও অসহায় ৫৫ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘ডিজিল্যাব’ কর্তৃপক্ষ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, তেল ও সাবান।

বিশিষ্ট সার্জন মোল্লা নজরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীন, ডিজিল্যাবের জিএম আনোয়ার হোসেন বাচ্চু ও সংশ্লিষ্টরা গরীব, দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

‘ডিজিল্যাব’ এর জেনারেল ম্যানেজার (জিএম) আনোয়ার হোসেন বাচ্চু বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘরে থাকার কোন বিকল্প নেই। এ পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন।

এই সময়ে এসব কর্মহীন ও নিরন্ন মানুষের কথা ভেবে ‘ডিজিল্যাব’ এর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) গরীব, দুস্থ ও অসহায় ৫৫ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর