কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের মানবিক উদ্যোগে খাদ্য সহায়তা পেলো ৫১ কর্মহীন অসহায়

 স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৫:০৭ | সংগঠন সংবাদ 


৭/৮ দিন ধইর‌্যা ঘরঅ খাওন নাই। কামে-কাজেও যাইতে পারি না। পুলাপাইন লইয়া বেদিশা অইয়া গেছলাম। আইজ সাহায্য পাইয়া ভরসা পাইতাছি। কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের ব্যবস্থাপনায় পণ্য-সহায়তা পেয়ে এভাবেই নিজের স্বস্তি প্রকাশ করলেন শহরতলির কাটাবাড়িয়া এলাকার দিন এনে দিন খাওয়া দরিদ্র গৃহবধূ রওশন আরা (৩৫)।

বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তিনি। তার স্বামী খোকন মিয়া একজন রিকশাচালক। করোনাভাইরাসের আতঙ্কে রওশন আরাকে বাসা-বাড়ির কাজ থেকে বিদায় করে দেওয়া হয়।

দেশে অঘোষিত লকডাউন চলমান থাকায় স্বামী খোকন মিয়াও রিকশা নিয়ে বেরোতে পারেন না। ফলে গত ৭/৮দিন যাবত কর্মহীন অবস্থায় ঘরে খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন।

এই অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) এক প্যাকেট খাদ্য সহায়তা পেয়ে তার চোখে-মুখে পরম প্রাপ্তির আনন্দ ঝিলিক দিয়ে ওঠে।

প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ডাল, পেঁয়াজ, সাবান ও মাস্ক নিয়ে তিনি আনন্দে বাড়ি ফেরেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ কালীবাড়ি চত্বরে কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ নিম্নবিত্ত ও কর্মহীন দরিদ্রদের মধ্যে এই খাদ্য-সহায়তা প্রদান করে।

এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাসউদ বলেন, দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। সরকার এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। সরকার দরিদ্রদের সর্বপ্রকার প্রণোদনা ও সহায়তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

সমকাল কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু খাদ্য-সহায়তা অনুষ্ঠানে বলেন, আজকের আয়োজনই শেষ নয়, সুহৃদ সমাবেশ আজ ৫১ জনকে খাদ্য সহায়তা দিয়েছে।

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) ৫০ জন পত্রিকা হকারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এইভাবে একদিন পর পর মোট ৫০০ জন  দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনডিসি মীর মো. আল কামাহ তমাল, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, ঈশা খাঁ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, সাংবাদিক নূর মোহাম্মদ, আশরাফুল ইসলাম, টিটু দাস, ইমরুল হক শিল্পী, সুহৃদ সম্পাদক আসলামুল হক আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের নূর বানু (৬৭), ফারুক মিয়া (৭০) সহ একাধিক হত-দরিদ্র প্যাকেট পেয়ে আনন্দে বলেন, কয়দিন ধরে বেকার সময় কাটাচ্ছি। আয় রোজগার নাই। জীবন-জীবিকা অচল।

আজ মঙ্গলবার সমকালের পোলা-মাইয়ারা একটি করে ব্যাগ দিছে। বস্তার মধ্যি চাল, ডাল, আলু, পেয়াজ, মুখের ডাকনা, সবান সবই আছে। আলহামদুলিল্লাহ এতে পুলাপান নিয়ে ৪-৫ দিন ধরে খাইতে পারবাম।

চাল-ডাল পেয়ে তাদের খুশি-আনন্দ দেখে সুহৃদের তরুণ-তরুণীদের চোখ ভিজে লোনা পানিতে একাকার হয়ে যায়।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী মুঠোফোনে সুহৃদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমকাল সুহৃদকে ধন্যবাদ জানিয়ে সুহৃদের পাশে প্রশাসনের সহযোগিতা থাকবে বলে সদস্যদের উৎসাহিত করেন।

সুহৃদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম, বিজে সোহাগ তালুকদার, শাহীনুর ইসলাম শাহীন, আল আমিন, শেখ রিগ্যান, মাহফুজা সুলতানা রুমা, কন্ঠশিল্পী আনতারা মোকাররমা, সুমাইয়া ইসলাম, তাসনোভা এনাম বর্ষা, লিয়া, শেখ সাদী, সাব্বির, প্রণয়, তানভীর প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর