কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মানবিক সহায়তা নিয়ে দুস্থ-শ্রমজীবীদের পাশে দেশসেরা গোলরক্ষক হিমেল

 স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২০, সোমবার, ৭:২৩ | বিশেষ সংবাদ 


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে কিশোরগঞ্জে মানবিক সহায়তা নিয়ে দুস্থ ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল।

গত শনিবার (২৮ মার্চ) থেকে কিশোরগঞ্জ শহর এবং আশপাশের এলাকায় দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করছেন।

এর অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) তিনি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ ও শ্রমজীবী মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি তাদের মাস্ক ও সাবান দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিজ নিজ ঘরে অবস্থান করার পরামর্শ দেন।

খাদ্য সামগ্রীর মোট ১০ কেজির প্যাকেটের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, আটা, সয়াবিন তেল ও লবণ।

মাজহারুল ইসলাম হিমেল কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত রাজনীতিক প্রখ্যাত ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট জিন্নাতুল ইসলামের ছেলে।

জাতীয় ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর