কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৯৪ ব্যাচের বন্ধুদের উদ্যোগে দরিদ্র-দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান

 স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২০, সোমবার, ৭:০৪ | সংগঠন সংবাদ 


সামাজিক দূরত্ব বজায় রেখে কিশোরগঞ্জে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। গত শনিবার (২৮ মার্চ) থেকে এই খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) তৃতীয় দিনের মতো হয়বতনগর সাহেববাড়ি এলাকা, নীলগঞ্জ মোড় ও রাস্তাঘাটে দরিদ্র ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

কিশোরগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচ দেশ-বিদেশের বন্ধুদের সহায়তায় অতি দরিদ্র ও সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি দুই দিনের খাবারের পরিমাণ। পাশাপাশি নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে।

আমরা ৯৪ কিশোরগঞ্জ এর সমন্বয়কারী মুরাদ ভূইয়া ও অ্যাডভোকেট নূর মোহাম্মদ জানান, জেলা শহরের বিভিন্ন মোড়ে ও এলাকায় গিয়ে দরিদ্রদের মধ্যে একদিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

গত শনিবার (২৮ মার্চ) থেকে আমরা জেলা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। ইতোমধ্যে আমরা প্রায় ৪ শতাধিক পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছি।

আমাদের ৯৪ ব্যাচের এ কার্যক্রম সাধ্যমত অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরকে এমন সংকটকালে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর