কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে জীবানুনাশক স্প্রে, বেসিন স্থাপনসহ সুরক্ষা কার্যক্রমে ছাত্রলীগ

 স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২০, সোমবার, ৬:১৮ | অষ্টগ্রাম 


করোনা ভাইরাস জনিত কভিড-১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিভিন্ন ধারাবাহিক জনসচেতনতামূলক ও ‍সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।

ধারাবাহিক এ কার্যক্রমের দ্বিতীয় দিনে সোমবার (৩০ মার্চ) সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড় বাজার, হাই স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ও সাবান দিয়ে হাত ধৌত করার পানির ট্যাংক স্থাপন করেছে।

অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তারিফ আহাম্মদের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তারিফ আহাম্মদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আমাদের উপজেলা অষ্টগ্রামে ছাত্রলীগের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের যেকোনো সংকটময় মুহুর্তে আমরা সবসময় প্রস্তুত আছি।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ভাইয়ের নির্দেশ ও সহযোগিতায় ইতোমধ্যে আমরা অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেছি।

দ্বিতীয় দিনের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ কর্মী শামসুল আলম লিপসন, সিহাব সৌরভ, প্রান্ত সাহা, শাওন, জয় দেব, সাজ্জাদ হোসেন লিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর