কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ঘরে থাকা নিশ্চিত করতে খাদ্য সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৯ মার্চ ২০২০, রবিবার, ১:২৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টিন কার্যক্রম জোরদার, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

হোসেনপুর উপজেলা পরিযদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও  ইউএনও শেখ মহি উদ্দিন করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে মাইকিং করে সচেতনতা সৃষ্টি করছেন।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, আশার কথা হলো যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাঁরাও সুস্থ আছেন, যে জন্য তাঁরা এ নির্দেশনা মানতে চাচ্ছেন না; তবু বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করে নির্দেশনা মেনে চলতে বলছেন।

এছাড়া শনিবার (২৮ মার্চ) হোম কোয়ারেন্টিনে থাকা হতদরিদ্র রিক্সাচালক জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি মসুর ডাল পৌঁছে দেন ইউএনও।

পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে পৌর এলাকা ছাড়াও গ্রামে-গঞ্জের হাট-বাজারে গিয়ে করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্ত থাকতে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে মাইকিং করে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর