কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ২৮ মার্চ ২০২০, শনিবার, ১১:৫০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও খেটে খাওয়া মানুষেদের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন হোসেনপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী।

এ বিষয়ে হোসেনপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী বলেন, করোনা ভাইরাসের আতংকে মানুষ ঘরে বন্দী। কিন্তু তারা পেটের দায়ে ঘরের বাইরে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক ও ডেটল সাবান বিতরণ করেছি।

তিনি আরও বলেন, এরা খেটে খাওয়া মানুষ, তারা একদিন কাজ না করলে পরেরদিন তাদের ভাগ্যে খাবার জুটে না, তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, তাদেরকে ক্ষমতার দাপট দেখানো যাবে না।

তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে বলেই দেশ আজ উন্নত হচ্ছে।

অনেকসময় তারা প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করে নেয়, তাদেরকে ভালবাসতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর