কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, বাইসাইকেলে ঘটনাস্থলে ইউএনও

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৮ মার্চ ২০২০, শনিবার, ১:১৩ | হোসেনপুর 


কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা বাজারে শনিবার (২৮ মার্চ) ভোররাতে সংঘটিত এক অগ্নিকাণ্ডে বাজারের ৮টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

বাজারের আব্দুল খাইয়ুমের গ্যাস সিলিন্ডারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ধারণা করছে।

অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক গাড়ির ড্রাইভার না থাকায় বাইসাইকেল চালিয়ে ইউএনও শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ময়মনসিংহের গফরগাঁও থেকে ১টি ইউনিট ঘন্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এর আগেই ৮টি দোকান মালামালসহ পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনই সঠিক করে বলা যাচ্ছে না।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডারের ঘরে অগ্নিনিরোধক থাকলে তাৎক্ষণিক আগুন নিভিয়ে নিয়ন্ত্রণ আনা যেতো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর