কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দোকানপাট খোলা রাখায় পাঁচ ব্যবসায়ীর জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৪:২৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

এর মধ্যে বাজারের আমিন টি স্টলের আমিনকে দুই হাজার, মনির স্টোরের দুলালকে তিন হাজার, সুজন স্টোরের সুজনকে তিন হাজার, আলমগীর স্টোরের মাইনউদ্দিনকে তিন হাজার ও বাক্কার মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সকল দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও লোকজনকে বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

কিন্তু ওই পাঁচ ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় তাদেরকে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে বলেও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর