কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

 স্টাফ রিপোর্টার | ২৫ মার্চ ২০২০, বুধবার, ৪:২২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পৃথক দু’টি দুর্ঘটনায় আব্দুল কাদির (৫৫), মোহাম্মদ আলী (৬৫) ও জালাল উদ্দিন (৫০) নামে তিন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকায় এবং বুধবার (২৫ মার্চ) সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় পৃথক দুর্ঘটনা দু’টি ঘটে।

এর মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকায় প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অটোরিকশাচালক জালাল উদ্দিন ও অটোরিকশার যাত্রী মোহাম্মদ আলী নিহত হন।

এছাড়া বুধবার (২৫ মার্চ) সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী আব্দুল কাদির নিহত হন।

নিহতদের মধ্যে অটোরিকশাচালক জালাল উদ্দিন কিশোরগঞ্জ সদরের জিনারাই গ্রামের বাসিন্দা, অটোরিকশার যাত্রী মোহাম্মদ আলী বগাদিয়া এলাকার বাসিন্দা ও বাইসাইকেল আরোহী আব্দুল কাদির কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যচারিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদরের সুলতানপুর এলাকায় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ২৩-২০৪৮) সাথে সংঘর্ষে অটোরিকশার যাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অটোরিকশারচালক জালাল উদ্দিনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মার্চ) সকালে তিনি মারা যান।

অন্যদিকে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় একটি মাইক্রোবাস চাপা দিলে বাইসাইকেল আরোহী আব্দুল কাদিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর