করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সাবান দিয়ে হাত ধোয়াকে উৎসাহিত করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মধ্যে বিনামূল্যে সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার তারাকান্দি উত্তরপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ও মসজিদে এসব বিতরণ করা হয়।
এছাড়া বর্ণীল কাগজে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান লিখে পাকুন্দিয়া ও তারাকান্দি বাজরে প্রদর্শনের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শেফায়েত হোসেন মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন সৈকত উপস্থিত ছিলেন।