কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জীবানুনাশক স্প্রে নিয়ে মোড়ে মোড়ে ছুটছেন যুবক

 স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:৫৬ | কিশোরগঞ্জ সদর 


করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছেন কিশোরগঞ্জের পরিচিত মুখ মো. এস হোসেন আকাশ। এই যুবক স্প্রে মেশিন নিয়ে যাচ্ছেন শহরের মোড়ে মোড়ে। তিনি নিজেই স্প্রে মেশিনের মাধ্যমে ব্লিচিং পাউডার স্প্রে করছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের গৌরাঙ্গবাজার মোড় থেকে এই স্প্রে কার্যক্রম শুরু করেন মো. এস হোসেন আকাশ। পরে একে একে পুরানথানা, বটতলা ও কালীবাড়ী মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লিচিং পাউডার স্প্রে করেন তিনি।

এ সময় এম্বুলেন্স, প্রাইভেট কার, মোটর সাইকেল, অটোরিকশা, রিকশা ও বাইসাইকেল সহ সড়কের বিভিন্ন জায়গায় স্প্রে ছিটানো হয়।

জানা গেছে, ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. এস. হোসেন আকাশ নিজের টাকায় ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিন কিনে এই কার্যক্রম শুরু করেছেন।

পরে এই কার্যক্রমে তাকে সহযোগিতা করেন মো. শাহরিয়ার হোসেন নাহিন, কুইক কম্পিউটার এর মালিক আল-আমিন ও মো. মুরাদ ভূঞাসহ বেশ কয়েকজন।

মো. এস হোসেন আকাশ জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত করার এই কার্যক্রম অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর