কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৩ মার্চ ২০২০, সোমবার, ৪:৫৩ | পাকুন্দিয়া  


মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের অতিরিক্ত দাম রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়না স্টোর, মিজান স্টোর ও মেসার্স আলামিন-সুমন স্টোরকে পাঁচ হাজার টাকা করে একই বাজারের মেসার্স হক ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং মেসার্স শফিক স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহআলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশসহ পুরো বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করছে।

বাজার মনিটরিংয়ের এর অংশ হিসেবে ওই পাঁচ ব্যবসায়ীকে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।

কেউ যাতে এ সুযোগে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য ব্যবসায়ীদের সতর্কও করে দেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর