কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 মিছবাহ উদ্দিন মানিক | ২২ মার্চ ২০২০, রবিবার, ৩:১৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, এজন্যে কঠোর নজরদারি করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শনিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার আইনে উপজেলার বিভিন্ন মুদি দোকানকে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর