কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সভা-সমাবেশসহ ১২ ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ

 স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০২০, শনিবার, ৫:২১ | বিশেষ সংবাদ 


করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবার কিশোরগঞ্জে সভা-সমাবেশসহ ১২ ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১২ ধরণের কার্যক্রম’ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং মানুষের সার্বিক স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে শুধুমাত্র সরকারি কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকাণ্ড ব্যতিত কিশোরগঞ্জ জেলায় সকল প্রকার সভা-সমাবেশ, নাটক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ, দোয়া মাহফিল, ওরশ, কীর্তন, অষ্টমী স্নান, যাত্রাসহ কোনো ধরনের গণজমায়েত করা যাবে না।

সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হলে মসজিদ, মন্দির, উপসনালয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। গণপরিবহন এড়িয়ে চলতে হবে।

সম্প্রতি বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সকল হাফিজিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা বন্ধ থাকবে, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, সিনেমা হল, বিনোদন পার্কগুলো বন্ধ থাকবে।

বিয়েসহ সব ধরণের অনুষ্ঠানসহ ক্লাবসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হলো।

পাশপাশি খাবার রেস্তোরাঁগুলোতে অতিরিক্ত ভীড় এড়ানোর প্রয়োজনে পার্সেল সার্ভিস চালু করার জন্যও নির্দেশনায় বলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর