কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চালু হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর

 স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ৬:৪৩ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও জরুরী বিভাগের চিকিৎসা কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।

মুজিববর্ষের প্রথম দিনে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির এই পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক, উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ ছাড়াও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে হাসপাতালটিতে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, চক্ষু, কার্ডিওলজিসহ ৯টি বিভাগ চালু করা হয়েছে। ফলে হাসপাতালটির পূর্ণাঙ্গরূপে যাত্রা শুরুর পথে আরো একধাপ এগিয়ে গেলো।

এর আগে গত বছরের ১৫ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু হয়।

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে তার নিজ এলাকা কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।

৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে আধুনিক ও উন্নতমানের চিকিৎসার জন্য অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা রয়েছে।

২০১২ সাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর