কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিনা টিকিটে ট্রেনযাত্রা, ৭৬৫ যাত্রীকে দেড় লাখ টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২০, রবিবার, ১১:১৭ | ভৈরব 


বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশনে ‘ব্লক চেকিং’ এর মাধ্যমে ৭৬৫ জন যাত্রীকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ‘ব্লক চেকিং’ পরিচালনা করে।

এ সময় আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটের ৭৬৫ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা বাবদ এক লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা আদায় করা হয়।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেনের যাত্রীরা রয়েছেন।

রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (পূর্ব) মো. মিজানুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এই ‘ব্লক চেকিং’ এ ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা টিকিটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর