কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


’করোনা’ প্রতিরোধে নিকলীতে সভা

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ৯ মার্চ ২০২০, সোমবার, ১১:১১ | নিকলী  


করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নিকলী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুদ্দিন মুন্না।

সভায় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলায় কর্মরত সংবাদকর্মি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান মোহাম্মদ জাহাঙ্গীর করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন না হয়ে এর প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এছাড়া তিনি স্বাস্থ্য বিভাগের জারিকৃত সতর্কবার্তা ও করণীয় সম্পর্কে অবহিত করেন।

কোন প্রকার গুজব বা বিভ্রান্তিমূলক তথ্যে কর্ণপাত না করতেও সকলকে তিনি সতর্ক করেন।

এই সভার পূর্বে মাসিক আইন শৃংখলা, ১৭ মার্চ জতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা এবং সর্বশেষ খাদ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর